DEV Community

Chayti
Chayti

Posted on • Updated on

Increasing Firebase Project Limit

Firebase এ নির্দিষ্ট সংখ্যক কিছু প্রোজেক্ট একটা gmail account থেকে create করার পর হয়ত firebase আপনাকে নতুন project create করার permission দিচ্ছে না। সেক্ষেত্রে আপনার কি কি করনীয় হতে পারে?

  1. আগের create করা কোনও একটা প্রোজেক্ট এর configuration গুলো অন্য প্রোজেক্ট এ ব্যবহার করে আপনার practise এর কাজ চালাতে থাকুন।

  2. চাইলে অন্য একটা gmail দিয়ে আবার নতুন firebase account করুন। তবে তখন ও কিন্তু ৯+- টা প্রোজেক্ট ই তৈরি করতে পারবেন। তারপর একই সমস্যা আবার হবে।

তাই আপনি তাদের কাছ থেকে চাইলে ৫০ তার মত প্রোজেক্ট তৈরি করার permission আপনি নিয়ে নিতে পারেন। [ নিচের ৪ টা ছবিতে step by step details দেখান হল। ]

তবে তাদের কাছে এই request করার পর আপনার ধৈর্য নিয়ে minimum 10 min থেকে maximum 2/3 days অপেক্ষা করতে হবে permission পাবার জন্য। এই সময়ের মধ্যে google cloud platform আপনাকে একটা email করে আপনি নতুন প্রোজেক্ট তৈরি করার permission পেয়েছেন কিনা সেটা confirm করে দিবে।

Image description

Image description

Image description

Image description

~ Happy Coding!

Top comments (5)

Collapse
 
asifalam515 profile image
Asibul Alam

thanks

Collapse
 
syedashiqbd profile image
Syed Ashiq

Thank you so much

Collapse
 
rokib profile image
MD Nafiul Islam

Thank you

Collapse
 
piasahmed profile image
Pias Ahmed

Thank you for your article

Collapse
 
sajalbiswas1 profile image
Sajal Biswas

Thank you so much.