DEV Community

Cover image for কেন আমরা টুলস হিসেবে লারাভেল ব্যবহার করি?
Md Jannatul Nayem
Md Jannatul Nayem

Posted on

1 1

কেন আমরা টুলস হিসেবে লারাভেল ব্যবহার করি?

ধরেন আপনি মাটি কাটা শিখবেন। কিন্তু আপনি নিশ্চয়ই মাটি কিভাবে কাটতে হয়, এই জন্য মাটি কাটা শিখবেন না।
তাহলে? আপনার হয়তো একটা গাছ লাগানো লাগবে অথবা আপনার হয়তো জৈব সার বানানোর জন্য একটা গর্ত খোঁড়া লাগবে। তেমনি আপনি লারাভেল কিভাবে কাজ করে সেই জন্য লারাভেল শিখবেন না। বরং লারাভেল দিয়ে কোন একটা সমস্যা সমাধান করার জন্যই আপনি লারাভেল শিখবেন।
যেমন আপনি হয়তো কিছু অসাধারণ কুকি তৈরি করেন যা এখন আপনার এলাকায় সারভ করতে চাচ্ছেন যার জন্য একটা সিম্পল ওয়েবসাইট দরকার। লারাভেল আপনাকে খুব দ্রুত এই কাজটা করতে সাহায্য করবে।
তাই টুলস শেখার জন্যই শিখেন না। বরং তা দিয়ে কিছু একটা করার জন্য শিখেন।

Top comments (0)

AWS Q Developer image

Your AI Code Assistant

Automate your code reviews. Catch bugs before your coworkers. Fix security issues in your code. Built to handle large projects, Amazon Q Developer works alongside you from idea to production code.

Get started free in your IDE