জীবনে পিসিতে মুভি দেখা ছাড়া আর কিছু না করা পাবলিকের জন্য!
তো আপনি ভার্সিটিতে সিএসই নিয়ে পড়ছেন বা শিখতে চান বা কপালের দোষে সেমিস্টারে সিএসই কোর্স পরে গেছে।
ল্যাবে আছে মানধাতার আমলের পিসি।
এই অবস্থায় স্যার বললেন নিজের ল্যাপটপে কাজ করতে!
কিন্তু আপনি কোডিং(Coding) এর "C" ও জানেন না🙂
তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কী?
আপনার করণীয় হলো আমার পোস্ট টি পড়া!
খেয়াল করলে দেখবেন ক্লাসে স্যার বলেছেন নিজ ল্যাপটপে CodeBlocks নামাইতে(খেয়াল না করলে দেখবেন না)।
এখন আপনার প্রথম কাজ Google এ CodeBlocks লিখে সার্চ দেয়া।
বা আপনি সারাদিন বাসায় থাকা অলস মানুষ হলে ডাইরেক্ট এখানে চাপ দিন।
ডাউনলোড শুরু হয়ে যাবে।
এরপর ল্যাপটপে অনেকগুলা মেসেজ দেখিবেন ইন্সটলের সময়, সবগুলায় হ্যাঁ চাপুন।
অতঃপর CodeBlocks চালু হয়ে যাবে।
Grepper
এবার Google এ Grepper Extension লিখে সার্চ দিন।
প্রথম লিংকে গিয়ে "Add to Chrome" বাটনে চাপ দিয়ে এক্সটেনশান টি গুগলে এড করুন, এর ফলে কোনো কোড সার্চ দিলে সরাসরি কোডের ফলাফল গুগলে সবার উপরে আসবে।
এরপরে জাস্ট গুগলে "hello world in C" লিখে সার্চ দিন, দেখবেন একটা কালো কোড বক্সে উত্তর আছে।
অতঃপর কপি পেস্ট করে ফেলুন কোডটি।
#include <stdio.h>
int main() {
printf("Hello, world!");
return 0;
}
তারপরে CodeBlocks এর মেনু ট্যাবের উপরের দিকে "Build & Run" বাটনে ক্লিক করলেই দেখবেন আরেকটা কালো বাক্সে(এটাকে বলে কন্সোল) "Hello World" লিখা আসবে।
এই Hello World জিনিসটাকে বলে String, সহজ বাংলায় যেকোনো শব্দ বা ওয়ার্ড কে কোডিং এর ভাষায় বলে String
এখন যে কোডিং পারে না তার সামনে গিয়ে পার্ট নেন একটু।
টা টা!
Top comments (0)